ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে পুলিশের শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
লালমনিরহাটে পুলিশের শিক্ষা উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের এতিম, প্রতিবন্ধী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ছিন্নমূল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাট পুলিশ লাইনস মাঠে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা পুলিশ ও ১৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের উদ্যোগে এক হাজার ছিন্নমূল শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

জেলা পুলিশ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউল আরিফ।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. কাশেম আলী, জেলা পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হামিদ বাবু ও ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীর প্রতীক।

প্রতিটি শিক্ষার্থীর মধ্যে তিনটি খাতা, এক প্যাকেট কলম, পেন্সিল, রবার, স্কেল ও বইয়ের ব্যাগসহ আনুষঙ্গিক শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।