শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জসিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, রাতে তার নেতৃত্বে আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করা হয়। এসময় সোহেলের ঘরে তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ