ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকরাই উন্নয়নের মুখপাত্র: পরিকল্পনামন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
শিক্ষকরাই উন্নয়নের মুখপাত্র: পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী-ছবি-বাংলানিউজ

কুমিল্লা: একটি সুখী, সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। শিক্ষা সুষ্ঠু সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক মৌল উপাদান। আর এই উপাদান যে সমাজে যত বেশি প্রবেশ করেছে সেই সমাজ তত বেশি উন্নয়ন, উৎপাদন ও কল্যাণের কাছাকাছি পৌঁছে গেছে। শিক্ষাকে তাই যুগে যুগে জাতির মেরুদণ্ড হিসেবে সবাই স্বীকৃতি দিয়েছেন। আর এ কাজে নিয়োজিত শিক্ষকরাই জাতির উন্নয়নের মুখপাত্র। 

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা কারোরই অস্বীকার করার উপায় নেই।

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের অবদানের কোনো বিকল্প নেই। প্রতিটি দেশেই শিক্ষকরা সেই দেশের ছাত্রদের সঠিকভাবে গড়ে তোলার পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা রাজনীতি, অর্থনীতি, আইনসহ প্রতিটি বিষয়ে সরকারের জন্য পরামর্শক হিসেবে কাজ করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান উন্নয়নবান্ধব সরকার সব জায়গায় জনগণবান্ধব সরকার, শিক্ষাও এর ব্যতিক্রম নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে সমৃদ্ধ করতে অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমান শিক্ষা অধিকতর আধুনিক এবং সময়োপযোগী করার লক্ষ্যে সবসময় তাগিদ দিয়েছেন।  

পরিকল্পনা মন্ত্রী কুমিল্লার উন্নয়ন সম্পর্কে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই।  

তিনি বলেন, আমি ব্যানার, ফ্যাস্টুনে আমার নাম দেখাতে চাই না, আমি আপনাদের হৃদয়ের মাঝে নাম লেখাতে চাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় কুমিল্লা ই.পি.জেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই এলাকার শিক্ষিত ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি আই.টি পার্ক স্থাপন হচ্ছে।  

অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রূপালী মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন-সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তসলীম প্রমুখ।

বাংলঅদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।