শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ধলাই নদীর উপর দিয়ে বয়ে যাওয়া রেলসেতু থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাদশাহ ওই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের সরকার বাড়ির আব্দুল জব্বারের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি বাংলানিউজকে জানান, গাঁজা সেবন করতেন বাদশাহ। তাদের ধারণা, গাঁজা সেবনের পর বেসামাল হয়ে রেলসেতুতে বসে থাকায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/