ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯ স্বর্ণেরবারসহ সিদ্দিক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মইনুল খান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) একটি ফ্লাইট যোগে রিয়াদ থেকে শাহজালালে অবতরণ করেন সিদ্দিক।

এসময় তার কাছে থেকে ৩ কেজি ৩শ’ গ্রাম ওজনের ২৯টি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসজে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।