এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিনু হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ পাপড়ী, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের খুলনা শাখার আহ্বায়ক হুমায়ুন কবির ববি, বাংলার মুখের খুলনা শাখার সভাপতি অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার খুলনা শাখার সভাপতি মোস্তাক সেলিম পপলু। পরিচালনা করেন আব্বাস উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক নৃত্যবিহারের প্রধান নির্বাহী এনামুল হক বাচ্চু।
বৃহস্পতিবার তিনদিনব্যাপী এই লোকজ নৃত্য ও বাদ্য উৎসব শুরু হয়। খুলনা জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও নাট্যদলের সহযোগিতায় উৎসবের আয়োজন করে খুলনার আব্বাস উদ্দিন একাডেমির নৃত্যবিভাগ নৃত্যবিহার।
উৎসবের মিডিয়া পার্টনার ছিল দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। শেষদিন ছোটদের নৃত্যানুষ্ঠানে ঢাকা ও খুলনার স্থানীয় শিল্পীরা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এছাড়া ভারত থেকে আসা নৃত্যশিল্পীরাও তাদের মনোজ্ঞ নৃত্যশৈলীতে মুগ্ধ করেন সমবেত নৃত্যপাগল দর্শক-সুধীজনকে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমআরএম/জেএম