শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা থেকে উপজেলার কুড়াগাছা গ্রামের মাঠে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কুড়াগাছা গ্রামের ৩৫ জন চাষী অংশ নেয়।
বাংলাদেশ ফুড্স ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ে বিজনেস প্রমোশন কাউন্সিল এবং অ্যাগ্রি বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভলেস প্রজেক্ট/ক্যাটালিস্টের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মধুপুরের সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ক্যাটালিস্ট উপদেষ্টা মো. ইমদাদুল হক, প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট কনসালেটেন্ট কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, বারী গাজীপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদৎ হোসেন ও মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনটি