শনিবার (২৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ৪৩ লাখ টাকা ব্যয়ে দুই গ্রামের ১৫৩টি পরিবারের মধ্যে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজ সেবক মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবিবি জোনাল অফিসের এজিএম (কম) আলমগীর হোসেন, এলাকা পরিচালক খলিলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, একরামুল হক তাওহিদ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, পৌর ছাত্রলীগ নেতা আরাফ হোসেন, আসর আলী, আব্দুর রহমান, আব্দুল খালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরবি/