ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত করতে গোলটেবিল বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত করতে গোলটেবিল বৈঠক গোলটেবিল বৈঠক-ছবি-বাংলানিউজ

রংপুর: সম্প্রতি বাংলাদেশের দরিদ্রতা সূচকে কুড়িগ্রামের অবস্থান উপরের দিকে থাকায় তা থেকে উত্তরণে 'দারিদ্র্য বৈষম্য: কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জ; বাস্তবতা ও করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবির) সাংস্কৃতিক সংগঠন 'গুনগুন' এর আয়োজনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

গুনগুনের সভাপতি ও বেরোবির একাউন্টিং বিভাগের শিক্ষক উমর ফারুকের সঞ্চালনে বৈঠকে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক মো. শাহ আলম, অধ্যাপক মো. তোফায়েল হোসেন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মুহ. সুজন শাহ-ই-ফজলুল, ডা. মো. মফিজুল ইসলাম মান্টু, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, মো. আজহারুল ইসলাম দুলাল, স্বাত্ত্বিক শাহ আল মারুফ প্রমুখ বক্তব্য দেন।

 

এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বেরোবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

বক্তারা বলেন, কুড়িগ্রামকে বাদ দিয়ে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। দেশের একটি অংশকে দারিদ্র্য কবলিত রেখে দেশ উন্নয়নের মহাসড়কে হাঁটতে পারে না। উন্নয়ন যদি সুষমভাবে বন্টন করা না হয় তাহলে সে উন্নয়ন কখনই টেকসই হবে না।

বৈঠকে দাবি করা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ভয়াবহ দারিদ্র বৈষম্য ক্রমশ গ্রাস করছে আমাদের। আয় বৈষম্য বাড়ছে। সম্পদের অসম বন্টন বাড়ছে। সরকারকে খুব দ্রুত এর সমাধান খুঁজতে হবে। কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থাই কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত করতে পারে বলে এসময় বক্তারা মত দেন।  

বৈঠকে কুড়িগ্রাম অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ বাড়ানো, কৃষিবীমা চালুকরণ, বন্যা প্রতিরোধ, সামজিক নিরাপত্তা বলয় বাড়ানোসহ বেশকিছু প্রস্তাবনা গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা,অক্টোবর ২৮,২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।