ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আমার একুশের প্রতিনিধি সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আমার একুশের প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তৃতা করছেন দৈনিক সময়ের খবরের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান

খুলনা: খুলনা থেকে প্রকাশিত দৈনিক আমার একুশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) মহানগরীর পিকচার প্যালেস মোড়স্থ নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

পত্রিকার প্রধান সম্পাদক আতিয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের খবরের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান।

বক্তৃতা করেন আমার একুশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনোয়ারা জাহান, ব্যবস্থাপনা সম্পাদক শাহীন ইসলাম শাহীন, বার্তা সস্পাদক (মফস্বল) এস এম মাহবুবুর রহমান, বটিয়াঘাটা প্রতিনিধি এনায়েত আলী বিশ্বাস, বাগেরহাট প্রতিনিধি কাজী ইয়াছিন, সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল আলিম, যশোর প্রতিনিধি হারুন অর রশিদ, আড়ংঘাটা প্রতিনিধি সওকত আলম, চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম, তালা প্রতিনিধি তাজমুল ইসলাম, ফুলতলা প্রতিনিধি তাপস বিশ্বাস, পাইকগাছা প্রতিনিধি আলাউদ্দীন রাজা, রামপাল প্রতিনিধি মোতাহার হোসেন মল্লিক, কপিলমুনি প্রতিনিধি দীন মাহমুদ, নোয়াপাড়া প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।



সেরা সাংবাদিক পুরস্কার নিচ্ছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল আলিমপত্রিকার সম্পাদক বলেন, সংবাদ পরিবেশনে সব ধরনের চ্যালেঞ্চ গ্রহণ ও প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে সংবাদ কর্মীদের আরো যোগ্য ও দায়িত্বশীল হতে হবে।

সেই সাথে আমার একুশকে দক্ষিণাঞ্চলের সেরা দৈনিক করার নানা পদক্ষেপ শীঘ্রই বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়।

সম্মেলনে বর্ষ সেরা সাংবাদিক হিসেবে প্রথম সাতক্ষীরার আব্দুল আলিম, দ্বিতীয় আড়ংঘাটার সওকত আলম, তৃতীয় যশোরের হারুন অর রশিদ, সার্কুলেশনে

প্রথম বাগেরহাটের কাজী ইয়াছিন, ২য় ফুলতলার তাপস বিশ্বাস ও বিজ্ঞাপনে পাইকগাছার আলাউদ্দীন রাজাকে পুরস্কার প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়:  ২০২০ ঘণ্টা,  অক্টোবর ২৮, ২০১৭
এমআরএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।