শনিবার (২৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে বিশ্বব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর আয়োজনে সিটিস ফোরাম: বিল্ডিং নলেজ নেটওয়ার্ক অ্যান্ড পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে পরিকল্পিত নগরায়ন ও অর্থবহ নাগরিক সেবা দিতে কাজ করতে হবে।
স্পিকার বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। রিজার্ভ ও রেমিটেন্সসহ অন্যান্য সব সূচক এখন ঊর্ধ্বমুখী। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
ড. চৌধুরী বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও উন্নয়ন অংশীদারদের সমন্বিত পরিকল্পনা জরুরি। তিনি আশা প্রকাশ করে বলেন, দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সের মাধ্যমে দেশ ও দেশের জনগণের জন্য উপযোগী পরিকল্পনা তৈরি হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে বিকশিত হবে সবুজ নগর-সুস্থ্য নগর।
তিনি নাগরিক সমস্যা সমাধানে নিজস্ব উন্নয়ন উদ্ভাবন নিয়ে কাজ করার জন্য স্থপতি, নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই কনফারেন্সে অর্জিত অভিজ্ঞতা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার নগরবাসীদের জন্য নিরাপদ পানীয়, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মেয়রদের প্রতি আহ্বান জানান। তিনি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নগর সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্পিকার আরও বলেন, বাংলাদেশের সরকার ব্যবস্থার কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার। তিনি বলেন, স্থানীয় সরকারের অবকাঠামো উন্নয়ন ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। স্থানীয় সরকারকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্পিকার জনপ্রতিনিধি, প্রকৌশলী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের প্রতি আহ্বান জানান।
দু’দিন ব্যাপী আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ বিদেশের ২৬০ জন বিশেষজ্ঞ বক্তা এবং ৩৩২ জন মেয়রসহ ৬৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এসএম/এসএইচ