শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া এলাকার রচি শেখের বাড়ির ছাদ ধসে এ ঘটনা ঘটে। রেজাউল সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের বাশারাত শেখের ছেলে।
আহতরা হলেন- উপজেলার সুন্দরঘোনা গ্রামের কাশেম শেখের ছেলে কামরুল শেখ (৩৮) ও আহমেদ মোল্লার ছেলে মান্নান মোল্লা (৩৬)।
নিহত রেজাউলের মামা সেকেন্দার আলী বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রচি’র বাড়িতে নির্মাণাধীন ছাদ ঢালাই শেষ করে নামার সময় ছাদ ধসে রেজাউলসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান রেজাউলকে মৃত ঘোষণা করেন।
ডা. মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ছাদ ধসে হাসপাতালে আসা তিন জনের মধ্যে রেজাউলকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ