ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বাগেরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রেজাউল শেখ (৪৪) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া এলাকার রচি শেখের বাড়ির ছাদ ধসে এ ঘটনা ঘটে। রেজাউল সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের বাশারাত শেখের ছেলে।

আহতরা হলেন- উপজেলার সুন্দরঘোনা গ্রামের কাশেম শেখের ছেলে কামরুল শেখ (৩৮) ও আহমেদ মোল্লার ছেলে মান্নান মোল্লা (৩৬)।

নিহত রেজাউলের মামা সেকেন্দার আলী বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রচি’র বাড়িতে নির্মাণাধীন ছাদ ঢালাই শেষ করে নামার সময় ছাদ ধসে রেজাউলসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান রেজাউলকে মৃত ঘোষণা করেন।

ডা. মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ছাদ ধসে হাসপাতালে আসা তিন জনের মধ্যে রেজাউলকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।