শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যুক্তরাজ্য থেকে আসা একটি প্লেনের কানেক্টিং ফ্লাইট (বিজি-৬০১) থেকে এ ব্যারেল ও লেন্সগুলো উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দরের সহকারী শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সাজেদুল হক।
সাজেদুল হক বলেন, তাহেরা নামে এক নারীর লাগেজে করে বাংলাদেশে এ অস্ত্র সরঞ্জাম এসেছে।
এ বিষয়ে তদন্ত চলছে। অনেক সময় লাগেজের গায়ে ভুল নম্বর দেওয়া থাকে তাই রোববার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান সাজেদুল হক।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অস্ত্র সরঞ্জাম উদ্ধারের ঘটনাটি আমার জানা নেই। আমাকে জানানো হয়নি। তবে এয়ার রাইফেল আগ্নেয়াস্ত্রের আওতায় পড়ে না উল্লেখ করে তিনি বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের কোনো ধারায় এটা পড়ে না।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এনইউ/ওএইচ/