শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সামন থেকে রঞ্জণসহ আট কিশোরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার রঞ্জণকে সাত দিনের কারাদণ্ডাদেশ ও বাকি সাত কিশোরের বয়স কম হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে রঞ্জণ ও তার সহপাঠীরা প্রায়ই উত্ত্যক্ত করতেন। শনিবার বিকেলে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় রঞ্জণসহ আট কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপার্দ করে এলাকাবাসী। পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার রঞ্জণকে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ