ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা 

বান্দরবান: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বান্দরবান শহরের হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এর নেতৃত্বে শহরের বাজার, মধ্যম পাড়া, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ সব জরিমানা করা হয়।  

প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের হোটেল সুপার স্টার অ্যান্ড বিরানী হাউজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৭ হাজার টাকা, মধ্যম পাড়ার জমজম হোটেলকে ৩ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড এলাকার শহ মজিদিয়া হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বাজারে কয়েকটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৮ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।  

বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, পর্যটক ও স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে নিয়মিত এ অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরআইএস/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।