শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরুজালী-হোতাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই এলাকার জামাল মিয়ার মেয়ে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে বলেন, বাড়ির পাশেই পিরুজালী-হোতাপাড়া সড়ক পার হচ্ছিলো জান্নাত। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে এলাকাবাসী চালক ও মাইক্রোবাসটি আটক করে পুলিশে দেয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আরএস/জিপি