ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু ছিলেন শিশুবান্ধব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
‘বঙ্গবন্ধু ছিলেন শিশুবান্ধব’ ‘বঙ্গবন্ধু ছিলেন শিশুবান্ধব’

নেত্রকোনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শিশুদের প্রাধান্য দিতেন। শিশুদেরকে প্রাণ ভরে ভালোবাসতেন তিনি। কারণ বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আজকে যে শিশু, সে আগামী দিনে রাষ্ট্র পরিচালায় নেতৃত্ব দেবে।

নেত্রকোনায় বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদরের লহ্মীগঞ্জ ইউনিয়নের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল বলেন, শিশুরা মুক্তচিন্তা নিয়ে সৃজনশীল মনমানসিকতায় গড়ে ওঠার জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শিশুদের সুরক্ষায়, তাদের ভালোবেসে ১৯৭৪ সালের ২২ জুন জাতীয় শিশু আইন (চিলড্রেন অ্যাক্ট) পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করেন।  

সম্মেলনের প্রধান বক্তা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক। তিনি শিশু-কিশোরদের বলেন, তোমাদের মধ্যে তখনই বঙ্গবন্ধুর জীবনাদর্শ খুঁজে পাওয়া যাবে যখন তোমরা সময়ের সঠিক ব্যবহার শিখবে। বঙ্গবন্ধু সময়ের গুরুত্ব দিতেন বলেই তিনি তার পঞ্চাশ বছরের জীবনে আমাদেরকে স্বাধীনতার স্বাদ উপহার দিতে পেরেছেন যোগ করেন মাজহারুল।  

এদিকে সম্মেলনে সর্বসম্মতিতে তিন সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
এতে সুমন রানা অভিকে সভাপতি, তাপস আহমেদকে সাধারণ সম্পাদক ও নাঈম হাসান আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।  

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদর উপজেলার সভাপতি বিপ্লব দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আল রাকিব পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুল কাদের শাহ্জাহান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শিক্ষক এবিএম শাহ্জাহান কবির সাজু ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারাস দিলীপ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।