ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অক্টোবর বিপ্লবের শতবর্ষে লাল পতাকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
অক্টোবর বিপ্লবের শতবর্ষে লাল পতাকা মিছিল অক্টোবর বিপ্লবের শতবর্ষে লাল পতাকা মিছিল

নোয়াখালী: ‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার বিশ্ব গড়ে তুলুন’ এ স্লোগানে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা শহর মাইজদীতে লাল পতাকা মিছিল বের করা হয়।  

মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নাল আবদিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনম জাহের উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা ভূঁঞা, উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ, ধর্মীয় জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে গণমানুষের মুক্তির প্রত্যয়ে সমাজতন্ত্রের সংগ্রাম অবিরাম চলবে।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জিপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।