শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশ রওনা দেন তিনি।
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ঘনিষ্টজনেরা বাংলানিউজকে জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ছাড়েন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য শওকত হাসানুর রহমান, শরিফ আহমেদ, কাজী ফিরোজ রশিদ, হোসনে আরা লুৎফা ডালিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম, প্রতিমন্ত্রী তারানা হালিমের এপিএস জয়দেব নন্দী, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রকল্প পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ, বিটিআরসির সচিব সরোয়ার হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক আসাদুজ্জামান।
প্রতিনিধি দলটি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের কেপক্যানাভেরালে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথমপর্ব পরিদর্শন শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ইউজি /জিপি/এসআইএস