রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মগবাজারের ডক্টর গলির ওই ময়লার স্তূপে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হক বাংলানিউজকে বলেন, ডক্টর গলির একটি ময়লা স্তূপ থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। বর্তমানে পুরো গলিটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন বলেও জানান ওসি কাজী মাইনুল।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
পিএম/আরআইএস/