ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাগুরা: মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহা নবমী রোববার (২৯ অক্টোবর)। শনিবার (২৮ অক্টোবর) অষ্টমী পূজার দিন মাগুরা যেন জনস্রোতে পরিণত হয়েছিল। দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীর পদচারনায় উৎসবের নগরীতে পরিণত হয়েছিল গোটা শহর।
পূজা উপলক্ষে শহরের মণ্ডপগুলোতে দুর্গা পূজার আদলে স্থাপন করা হয়েছে বাহুবলী-টুসহ বিভিন্ন ডিজাইনের কাত্যায়নী প্রতিমা। কুরুক্ষেত্রের যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে গেট-প্যান্ডেল ও লাইটিংয়ের মাধ্যমে।
ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে ওসুর বধের দৃশ্য। আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা শহর। বর্ণিল এসব আয়োজন দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার-হাজার দর্শনার্থী ভীড় করছেন মাগুরা শহরে। সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত ডিজিটাল সাউন্ডে বাজানো গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ করছেন দর্শনার্থীরা।
পৌর এলাকায় ১৫টিসহ জেলায় এ বছর মোট ৯১টি মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ৫০ এর দশক থেকে প্রতি বছর দুর্গা পূজার ঠিক এক মাস পরে মহা ধুমধামে মাগুরা জেলায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।