ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, পিস্তল-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, পিস্তল-গুলি উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি এলাকায় পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ আফাজ উদ্দিন (৩২) নামের এক ডাকাত নিহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। এসময় আরো দুই ডাকাতকে পিস্তল-গুলিসহ আটক করেছে পুলিশ।

 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের টিএনটি এলাকায় রোববার ভোর ৪টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। টহল পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ আরো দুই ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

তিনি আরো জানান, নিহত ডাকাত আফাজ উদ্দিনের বিরুদ্ধে শ্রীপুর থানায় ৬টি, কাপাসিয়া থানায় ১টি, ময়মনসিংহের গফরগাঁও থানায় ১টি ও পাগলা থানায় ৪টিসহ মোট ১২টি ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।