রোববার (২৯ অক্টোবর) রামগতি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে আলেকজান্ডার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অজিত দেব ।
বিশেষ অতিথি ছিলেন- আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা সমন্বয়কারী (ডরপ্) গুলশান সুলতানা, আবুল কালাম আজাদ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর ( ডরপ্) আকলিমা আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী। সভা শেষে প্রায় ৬শ শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস