রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন- সংগঠনের জেলা কমিটির সভাপতি আরিফুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পরিমল প্রশাদ রাজ, মাহফুজ আরা মিভা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রঞ্জু রায়, মিজানুর রহমান, মাহবুর রহমান মিথুন, রিজু মোল্লা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সভাপতি জিয়াউর রহমান, ইয়ূথ লিডার ইফতেখার রহমান, প্রীতি দাস, রাকিবুল মোল্লা, মেজবাউল আলম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে। অথচ বগুড়ায় শজিমেক হাসপাতালে রোগী ও স্বজনদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমবিএইচ/আরআইএস/