ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাঁথিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সাঁথিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার চিনাখড়া বাজারের পাশে বহাল বাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুপুরে বহাল বাড়িয়া এলাকায় পাবনা থেকে ঢাকাগামী সুমি ট্রাভেলসের একটি বাস এবং উল্লাপাড়া থেকে পাবনাগামী সাহা-নকিব নামে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাসের চালকসহ সাতজন মারা যান। এসময় আহত হন দুই বাসের অন্তত ৩০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে।  

তিনি আরো জানান, আহত যাত্রীদের পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  

মাধপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাস দু’টি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।  

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইউনুস আলী জানান, বাস দু’টির গতি বেশি থাকায় এ সংঘর্ষ হয়েছে। এতে দু’টি বাসই দুমড়ে মুচড়ে গেছে।  
 

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।