রোববার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১টায় এ চুরির ঘটনা ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, অগ্রণী ব্যাংকের কাউন্টারে স্থানীয় এক কাঁচামাল ব্যবসায়ী ৫ লাখ ৬৪ হাজার টাকা জমা দিতে আসেন।
ব্যবসায়ীর পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক নিজে কিছু টাকা ফেলে দিয়ে ব্যবসায়ীকে টাকা তুলতে বলেন। ব্যবসায়ী টাকা তুলতে নিচে বসলে চোর টাকার ব্যাগটি নিয়ে দ্রুত কেটে পরে। সিসি ক্যামেরার ফুটেজে তাকে চিহ্নিত করা হয়। চোরকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএস