রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন পুরান বগুড়ার মৃত মুলফিজার রহমানের ছেলে।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানউজকে বিষয়টি জানান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাসের (ঢাকা মেট্রো ব-১৫-১৮৫৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৪৭০১) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকের চালক ফখর উদ্দিন কেবিনে আটকা পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।
তবে এ সময় বাসের ভেতর মাত্র ৪জন যাত্রী ছিলেন। এ কারণে হতাহতের আর কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলতি বাস-ট্রাক আটক রয়েছে।
কিন্তু পালিয়ে যাওয়ায় বাসের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমবিএইচ/এমএ