ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জেলা পুলিশের জঙ্গি বিরোধী সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কেরানীগঞ্জে জেলা পুলিশের জঙ্গি বিরোধী সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সিরাজনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা পুলিশ।

সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

এসময় আরও বক্তব্য রাখেন- ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদূর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা, পরিদর্শক নাজমুল হক ও মো. শাহ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের সৎ হতে হবে। সৎ হতে হলে প্রথমেই তোমাদের সত্য বলতে হবে। জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া যাবে না। ভবিষ্যতে তোমরাই হবে দেশের কাণ্ডারি। তোমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে।

এসময় পুলিশ সুপার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও প্রিন্টার উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।