রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার সেই লক্ষ্য নিয়ে কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এখন আর দেশের মানুষকে সার ও বীজের পেছনে ছুটতে হয় না। বরং সার ও বীজই কৃষকের পেছনে ছুটছে। বোরো মৌসুমসহ সব সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে সরকার।
অথচ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সার ও বীজের জন্য ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছে। দিনব্যাপী লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকরা সময়মত সার, বীজ পায়নি। দলীয় নেতাকর্মীরা সার বীজ ভাগাভাগি করে কালো বাজারে বিক্রি করেছে।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে দেশে অর্থ-সম্পদ লুটপাট হয়। ’
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, সম্প্রসারণ অফিসার নীলিমা জাহান প্রমুখ।
এসময় স্থানীয় পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এবং দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রবি এবং খরিপ-২০১৭-১৮ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, বিটি বেগুন, তিল ও মুগ চাষে সহায়তার লক্ষ্যে বিতরণের প্রথম দিনে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিঘা প্রতি জমির জন্য বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মোট এক হাজার ৮০৫ জন কৃষককে পর্যায়ক্রমে গম, ভূট্টা, বিটি বেগুন, তিল ও মুগ বীজ ও রাসায়নিক সার দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ