ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে পাইপগান উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
কেরানীগঞ্জে পাইপগান উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের আকছাইল এলাকা থেকে একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) ভোরে পাইপগানটি উদ্ধার করা হয়। পরে দুপুর ২ টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ফাঁডির পরিদর্শক মো. শাহ্‌ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালালে ডাকাতদল আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া একটি পাইপগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।