ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সনাক’র উদ্যোগে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বগুড়ায় সনাক’র উদ্যোগে মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

বগুড়া: ‘জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
কর্মসূচিতে বক্তব্য দেন-সনাকের জেলা সভাপতি মাছুদার রহমান হেলাল, সদস্য প্রফেসর আহমদ আলী, প্রফেসর ওসমান গণি, মিলন রহমান, নাজমা খানম নাজু প্রমুখ।

 
 
বক্তারা বলেন, পশ্চিমা বিশ্বের লোভ ও লালসার কারণে তৃতীয় বিশ্ব আজ ঝুঁকির সম্মুখীন। তাদের অতিরিক্তি কার্বন নিংসরণের কারণে পরিবেশ, পানি এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।
 
উন্নত বিশ্বকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশসহ সব ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। কার্বন নিংসরণ বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।