ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ আটক ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রাণীনগরে হেরোইন-ইয়াবাসহ আটক ৫

নওগাঁ: নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে ১১৮ পুরিয়া হোরোইন ও দুই পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উপজেলার ভবানীপুর গ্রামের হশো সরকারের ছেলে আলেফ (৩২), কুজাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সবুজ আলী (২৫), পূর্ব বালুভরা গ্রামের আবুল হোসেনের ছেলে বিপ্লব (৫২), আবুল ফকিরের ছেলে বাবু ফকির (৫০) ও আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের বনমালীকুড়ি এলাকার দেলোয়ার হোসেন (৪৪)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভবানীপুর গ্রামের আলেফ ও কুজাইল গ্রামের সবুজকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।  

অপরদিকে পূর্ব বালুভরা গ্রামের বিপ্লব ও বাবুকে ৫৩ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। এছাড়া আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের বনমালীকুড়ি স্ট্যান্ড থেকে দুই পিস ইয়াবাসহ দেলোয়ারকে করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।