ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সনাকের উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বরিশালে সনাকের উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বরিশালে সনাকের উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জন অংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে বরিশাল জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।

গণস্বাক্ষর কর্মসূচিতে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বরিশালে সনাকের উদ্যোগে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি।  ছবি: বাংলানিউজসনাক সদস্য নূরজাহান বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাকের সিএফজি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।  

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, সনাক সদস্য প্রফেসর শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে, এবিসি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমডি মধু মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।