রোববার (২৯ অক্টোবর) দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সহায়তা উপকরণ বিতরণের আয়োজন করে তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থা।
জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলার বিন্নাটি ও বৌলাই ইউনিয়নের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রাথমিক চিকিৎসা সামগ্রীর বক্স, হাত মাইক ও বিশেষ পোশাক বিতরণ করা হয়।
তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।
এছাড়াও এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাসউদ।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি