রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই গরু খামার পরিদর্শনে আসেন রংপুর বিভাগের প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ ডা. কর্মকর্তা এনামুল হক, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল প্রমুখ।
ইউসুফ ডেইরি ফার্মের স্বত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা জামিল আশরাফ মিন্টু প্রতিনিধি দলকে তার খামারটি ঘুরে ঘুরে দেখান। তিনি জানান, গত কোরবানি ঈদে এ খামার থেকে ২০০টি গরু বিক্রি করা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হরমোন ইঞ্জেকশন ও রাসায়নিক উপাদান প্রয়োগ ছাড়াই ফার্মটিতে গরু মোটাতাজা হচ্ছে। আগামী কুরবানী ঈদকে সামনে রেখে তিনগুন গরু বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি