ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে গরুর খামার পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সৈয়দপুরে গরুর খামার পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তারা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ি মহল্লায় গড়ে ওঠা ইউসুফ ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ওই গরু খামার পরিদর্শনে আসেন রংপুর বিভাগের প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ ডা. কর্মকর্তা এনামুল হক, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল প্রমুখ।

ইউসুফ ডেইরি ফার্মের স্বত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা জামিল আশরাফ মিন্টু প্রতিনিধি দলকে তার খামারটি ঘুরে ঘুরে দেখান। তিনি জানান, গত কোরবানি ঈদে এ খামার থেকে ২০০টি গরু বিক্রি করা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হরমোন ইঞ্জেকশন ও রাসায়নিক উপাদান প্রয়োগ ছাড়াই ফার্মটিতে গরু মোটাতাজা হচ্ছে। আগামী কুরবানী ঈদকে সামনে রেখে তিনগুন গরু বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।