সোমবার (৩০ অক্টোবর) সকালে র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) গোদাগাড়ীতে এই অভিযান পরিচালনা করে। পরে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৮টি প্যাকেটে থাকা সাড়ে পাঁচ কেজি হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
শামসুল হক শোভা চিহ্নিত মাদক বিক্রেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকারও করেছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান ক্যাপ্টেন জাহিদ।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএস/জিপি