ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জ পৌরশহর এখন যানজটের! 

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
বদরগঞ্জ পৌরশহর এখন যানজটের!  বদরগঞ্জ পৌরশহর এখন যানজটের! ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। অসহনীয় যানজটের কবলে পড়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও।

যত্রতত্র অপরিকল্পিত দালান-কোঠা নির্মাণ, দোকান স্থাপন, রাস্তা দখল করে ব্যবসায়ীরা মালামাল নামানো ও উঠানোসহ, রিকশা- ভ্যান, ভটভটি, ব্যাটারি চালিত অটোরিকশা, নছিমন-করিমনের একাধিক স্ট্যান্ড রাস্তার উপর গড়ে উঠার ফলে রাস্তা-ঘাট সংকুচিত হয়ে পড়েছে। অন্যদিকে যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স বহনকারী রোগীদের।

বদরগঞ্জে সোমবার ও বৃহস্পতিবার হাট বসাতে যানজট বড় আকার ধারণ করে।
এমনিতেই যানজট, তার উপর মরার উপর খাড়ার ঘা! হিসেবে যুক্ত হয়েছে শতাধিক ইটভাটায় চলাচলকারী ট্রলি-ট্রাক ও ট্রাক্টর।

এসব যানবাহন কোনো নিয়ম-নীতি না মেনেই চলাচল করছে। এদের না আছে লাইসেন্স না আছে রোডপারমিট।

এ ছাড়াও বদরগঞ্জ পৌর শহর খোলাহাটির মাঝখানে হওয়ায় প্রতিনিয়ত শহরের উপর দিয়ে চলাচল করছে একাধিক বড় গাড়ি এবং দিনে- রাতে চলছে একাধিক কোম্পানির ডে ও নাইট কোচ।

এ যানজট হতে মুক্তি পেতে বদরগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাইপাস সড়ক নির্মাণ।  

যানজটের বিষয়ে রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বাংলানিউজকে বলেন, আমি বদরগঞ্জে যানজট নিরসনে ও জনগণের প্রত্যাশিত দাবিটি পূরণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।  

বদরগঞ্জ নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গোলাম রছুল বকুল বাংলানিউজকে বলেন, বদরগঞ্জের মানুষের যানজট নিরসনে বাইপাস সড়কের কোনো বিকল্প নেই। এটি বদরগঞ্জ বাসীর প্রাণের দাবি।

বদরগঞ্জ পৌর মেয়র উত্তম সাহার মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।