ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‌সুন্দরব‌নে অভ্যন্তরীণ কোন্দ‌লে বা‌হিনী প্রধান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
‌সুন্দরব‌নে অভ্যন্তরীণ কোন্দ‌লে বা‌হিনী প্রধান নিহত

সাতক্ষীরা: সুন্দরব‌নে আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে অভ্যন্তরীণ সংঘ‌র্ষে দস্যু নুর হো‌সেন বা‌হিনীর প্রধান নুর ‌হো‌সেন নিহত হ‌য়ে‌ছেন। ‌সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় জে‌লেরা তার মর‌দেহ ‌লোকাল‌য়ে নি‌য়ে আসে।

এর আগে রোববার সুন্দরব‌নের চাল‌তেবা‌ড়িয়ায় নিজ বা‌হিনীর অভ্যন্তরীণ কোন্দ‌লে নিহত হন তি‌নি।

‌নিহত নুর হো‌সেনের বা‌ড়ি খুলনা জেলার কয়রা উপ‌জেলায় ব‌লে জানা গে‌ছে।

তার শ্বশুরবা‌ড়ি সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার মুন্সীগ‌ঞ্জে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বাংলা‌নিউজ‌ বলেন, শু‌নেছি নুর হো‌সেন বা‌হিনীর প্রধান অন্তঃদ্ব‌ন্দ্বে নিহত হ‌য়েছেন। তার মর‌দেহ স্থানীয় জে‌লেরা হ‌রিহরনগর বাজা‌রে নি‌য়ে এ‌সে‌ছে। সেখা‌নে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।