ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুরির অভিযোগে দিনভর বেঁধে রেখে যুবককে পুলিশে সোপর্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
চুরির অভিযোগে দিনভর বেঁধে রেখে যুবককে পুলিশে সোপর্দ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য দুলাল (২৮) নামে একজনকে দিনভর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে বেঁধে রেখে রাতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুলাল মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের জনৈক জুলহাস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। গত ১৭ অক্টোবর ঘাটাইল উপজেলার একব্যক্তির মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করা হয়।

পরে দিনভর ইউপি কার্যালয়ে বেঁধে রেখে রাত ৯টার দিকে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি জটিল মনে হলে উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়। তিনি টাঙ্গাইলে থাকায় অভিযুক্ত চোরকে পুলিশে দিতে বিলম্ব হয়েছে।

ঘাটাইল থানায় মোটরসাইকেল চুরির মামলা থাকায় দুলালকে সেখানকার পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।