মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দ আলী ময়মনসিংহ ত্রিশালের ধনীরামপুর এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, সৈয়দ আলী শিরিরচালা এলাকায় বাসা ভাড়া থেকে বিভিন্ন এলাকায় আচার বেচতো। সকাল ৮টায় বাঘের বাজার এলাকায় গোল্ডেন গার্মেন্টেসের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এঘটনায় ট্রাকসহ চালক আবুল কালামকে (২৪) আটক করে করা হয়েছে বলেও জানান এসআই মো. হুমায়ূন কবির।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরএস/ওএইচ/