ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ঢামেক বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, বিক্ষোভ ঢামেক বহির্বিভাগে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান, বিক্ষোভ

ঢাকা: নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ করে অবস্থান নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন।

তাদের দাবির মধ্যে আরেকটি হলো- ভিজিটর কার্ড ছাড়া বহিরাগত কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবেনা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে তারা এ অবস্থান নেন।

এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন।

গত রোববার (২৯ অক্টোবর) ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও বহিরাগত কিছু ব্যক্তি হৃদরোগ বিভাগে প্রবেশ করে চিকিৎসকদের মারধর করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে চার চিকিৎসক ও দুই আনসার সদস্য আহত হন।  

মারধরের ঘটনায় বিভাগের চিকিৎসক শামীমুর রহমানের হাত ভেঙে যায়। তাৎক্ষণিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ তিনঘণ্টা বন্ধ থাকে। এতে ব্যাহত হয় চিকিৎসা ব্যবস্থা। ভোগান্তিতে পড়েন শত শত রোগী।

ওইদিনের ঘটনায় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দীন বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেফতারও করে পুলিশ।

পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় খুলে দেওয়া হয় জরুরি বিভাগসহ পুরো মেডিকেল।
 
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।