মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তান হাইকমিশনারের বিপক্ষে বাংলাদেশে বসে এমন নির্জলা অপপ্রচার চালানোর অভিযোগ উঠলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে কিছু প্রকাশের দায়িত্ব এড়াতে পারে না তারা। এর আগেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে অন্য দেশের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার মধ্যে সুস্পষ্ট উসকানি রয়েছে।
ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়াদি নিয়ে পাকিস্তান হাইকমিশনের নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা উদ্দেশ্যপূর্ণ ও দূরভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
কেজেড/জেডএম