ভিডিওটিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’-এমন অপপ্রচার চালানো হচ্ছিলো।
ঢাকার পাকিস্তান অ্যাফেয়ার্স নামে ওই ফেসবুক পেজে হাই কমিশনের শেয়ার করা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের আপত্তিকর ভিডিওটিতে আরো দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন।
পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তলব করার পর বিষয়টি নিয়ে দু:খপ্রকাশ করেছেন পাকিস্তান হাইকমিশনার। ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
এর আগেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে অন্য দেশের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয় তাতে সুস্পষ্ট উসকানি ছিলো।
ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়াদি নিয়ে পাকিস্তান হাইকমিশনের নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা উদ্দেশ্যপূর্ণ ও দূরভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশ।
বাংলাদেশের পর্যবেক্ষণ নিয়ে বেলা তিনটায় আরো বিস্তারিত আলোচনার জন্য ডাকা হয় পাকিস্তান হাইকমিশনারকে। তিনি একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে দুপুর ১টার দিকে বেরিয়ে যান। বিকাল ৩টায় ফের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।
এ সময় সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় (দ্বিপাক্ষিক) কামরুল আহসানের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যান পাকিস্তান হাই কমিশনার। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নি তিনি।
পরে কামরুল আহসান বলেন, এ ধরনের অপ্রীতিকার কাজ পাকিস্তান আগেও করেছে। আমরা তাদের সতর্ক করেছি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭/আপডেট: ১৬২০ ঘণ্টা
কেজেড/জেডএম