ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে অটোরিকশা চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
শিবচরে অটোরিকশা চাপায় শিশু নিহত

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় অটোরিকশা চাপায় মো. নজরুল (৮) নামে একটি শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল-শিবচর সড়কের কাজির দোকান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

শিশুটি উপজেলার চরশ্যামাইল এলাকার মো. বিশাই মিয়ার ছেলে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নজরুল স্থানীয় মাদ্রাসায় যাওয়ার পথে কাজির দোকান মোড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।