ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার ছেলের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার ছেলের মৃত্যু আহমেদ ফজল নাইম ও সিফাত আহমেদ প্রান্ত (সংগৃহীত)

সাভার (ঢাকা): সাভারে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে আহমেদ ফজল নাইম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।  

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় তেলবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সিফাত আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আহমেদ ফজল নাইম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অবস্থার অবনতি হলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাইমের বাবা আবু আহমেদ নাসিম পাভেল বাংলানিউজকে বলেন, আহমেদ ফজল নাইম স্থানীয় কলেজেক্স স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। আমি আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

এ দুর্ঘটনা নিহত আরেক মোটরসাইকেল আরোহী সিফাত আহমেদ প্রান্ত সাভার সিপিলেন এলাকার আবদুল হাকিম আহমেদের ছেলে ও পাবনা চাটমোহর বাসিন্দা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, ঘটনা পরপরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।