মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের সাজিদ ওয়াচ নামের ইলেকট্রনিক্স দোকানের মালিক এস এম সাজিদ, নীলগঞ্জ তাঁতিপাড়ার বোম্বের মাঠ এলাকার ওবায়দুল শেখের ছেলে টিপু শেখ ও রেলগেট রায়পাড়া এলাকার নার্গিস বেগম।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযুক্ত তিনজন দীর্ঘদিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সঞ্চালন লাইন থেকে সরাসরি তারের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আসছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসলে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়।
এ সময় বকচর এলাকার এস এম সাজিদকে চার হাজার, নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার টিপু শেখকে ১০ হাজার এবং রেলগেট রায়পাড়া এলাকার নার্গিস বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ওজোপাডিকো যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী (ইউনিট-১) রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইউজি/জিপি