‘জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁর’ আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, সাধারণ সম্পাদক জাবিদ অপু, বরেন্দ্র চলচ্চিত্র সংসদের সভাপতি সুলতানুল ইসলাম টিপু, সংস্কৃতির পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, জহির রায়হান চলচ্চিত্র সংসদের হাবিবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক রহমান রায়হান।
এর আগে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/