মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দড়গ্রাম বাজারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকী এ জরিমানার রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- উপজেলার দড়গ্রাম বাজারের বীজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও সুভাষ মন্ডল।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ভেজাল বীজ বিভিন্ন কোম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করার কারণে জাহাঙ্গীর আলমকে এক লাক টাকা জরিমানা ও বীজ তৈরির মেশিন জব্দ এবং মেয়াদ উত্তির্ণ বীজ বিক্রি করার দায়ে একই বাজারের ব্যবসায়ী সুভাষ মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জিপি