মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি এবং দেশের উন্নয়নে মফস্বল সংবাদপত্রের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রধান উপদেষ্টা টিঅ্যান্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল মালেক আখন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, জেলা পরিষদ সচিব বনানী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার, দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক, প্রকাশক আলহাজ শামসুল আলম খান, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আমজাদ হোসাইন, বিআরডিবি চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।
অনুষ্ঠানে রাজনীতিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন, সেরা স্বাস্থ্য বিষয়ক লেখক হিসেবে মেডিকেল কর্মকর্তা ডা. এম. জি মোস্তফা, সাহিত্যে কবি মুহাম্মদ জামাল উদ্দিন, সফল উদ্যোক্তা হিসেবে আলম এশিয়া পরিবহন প্রা. লি. চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমসহ ৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমএএএম/এমজেএফ