বুধবার (১ নভেম্বর) বিকেলে আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাজু মিয়া দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। দুপুরে সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে (বাংলা প্রথমপত্র) পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল ওই পরীক্ষার্থী। এ সময় মেয়েটি উপজেলা শহরের বাহিরগোলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাজু মিয়া পেছন থেকে তাকে দা দিয়ে কোপানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পথচারীরা বখাটে রাজুকে আটক করে পুলিশকে খবর দেয়।
ওসি আরও জানান, বিকেলে আটক রাজু মিয়াকে ভ্রাম্যামাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ